Views Bangladesh Logo

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা

ক্যাম্পাসে সক্রিয়তা সীমিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নির্দেশ অমান্য করায় তাদের ২.২ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। সরকারি এই নিষেধাজ্ঞার জবাবে বোস্টনের ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। সোমবার (২১ এপ্রিল) এক ঘোষণায় এ বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১১ এপ্রিল হার্ভার্ড ইউনিভার্সিটিকে পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব এবং প্রশাসনে ব্যাপক সংস্কার, ভর্তি নীতিমালায় পরিবর্তন এবং ক্যাম্পাসে বৈচিত্র্যের ধারণা পর্যালোচনা করার দাবি জানায় ট্রাম্প প্রশাসন। এছাড়া কিছু ছাত্র সংগঠনকে স্বীকৃতি না দেয়ার দাবিও জানায়।

প্রশাসন দাবি করেছে, গত বছর গাজার যুদ্ধের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রতিবাদ চলাকালে বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদিবিদ্বেষ নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেয়া হয়েছে।

হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার জানান, বিশ্ববিদ্যালয় এই দাবির কাছে নত স্বীকার করবে না।

তার বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করে যুক্তরাষ্ট্র সরকার।

হার্ভার্ডের মামলায় উল্লেখ করা হয়েছে, “ইহুদিবিদ্বেষ উদ্বেগের সঙ্গে আমেরিকান জীবন রক্ষা, আমেরিকান সাফল্য বৃদ্ধি, আমেরিকার নিরাপত্তা সংরক্ষণ এবং বিশ্ব উদ্ভাবনের নেতৃত্বে আমেরিকার অবস্থান বজায় রাখার লক্ষ্যে চলমান চিকিৎসা, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও অন্যান্য গবেষণার মধ্যে সরকার কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক চিহ্নিত করতে পারেনি এবং পারবেও না।”


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ