Views Bangladesh Logo

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ মে) বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ এখনও চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েক শ নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন।

এ ছাড়াও শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভেতরে ও বাইরে এই দাবি বারবার তুলেছি। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় আমাদের আবারও রাজপথে নামতে হয়েছে।”

এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে যোগ দেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। এছাড়া রাত দেড়টার দিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কিছু নেতাকর্মীও সেখানে যান।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একতাবদ্ধভাবে তাদের প্রতিবাদ জারি রেখেছেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ