Views Bangladesh Logo

মাতৃগর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

মাতৃগর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। এ নিয়ে রবিবার (২৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রায় দেয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ।

সেইসঙ্গে রায়ে দেশের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো যাতে গর্ভাবস্থায় শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণকে নিরুৎসাহিত করে এবং গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি আদালত গর্ভের শিশুর পরীক্ষার রিপোর্টের ডেটাবেজ সংরক্ষণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ‘শিশু ও অন্তঃসত্ত্বা মায়েদের সুরক্ষায় প্রসবপূর্ব লিঙ্গ শনাক্তকরণ নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে করা চার বছরের পুরোনো রিট আবেদনের শুনানি নিয়ে বাংলাদেশে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিষিদ্ধ করে রায় দেন হাইকোর্ট।’

প্রসঙ্গত, ২০২০ সালের ২৬ জানুয়ারি মাতৃগর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণের পরীক্ষা বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইশরাত হাসান। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে ‘ন্যাশনাল গাইডলাইন রিগার্ডিং প্যারেন্টাল জেন্ডার সিলেকশন ইন বাংলাদেশ’ শীর্ষক নীতিমালা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ