Views Bangladesh

Views Bangladesh Logo

হেডের ঝড়ে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারাল অস্ট্রেলিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপস্থাপন করে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে সিরিজ জেতালেন ট্রাভিস হেড।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ব্রিস্টলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৩০৯ রানে অলআউট হয়, যেখানে বেন ডাকেট ১০৭ রান করেন। তবে অস্ট্রেলিয়ার স্পিনার হেড ৬.২ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দলের হয়ে সেরা বোলার হন।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ২৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই স্কোরবোর্ডে ২০২ রান তোলে তারা। ওপেনার বেন ডাকেট ৯১ বলে ১৩ চার ও ২ ছক্কায় করেন ১০৭ রান। ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনে নামা উইল জ্যাকস ব্যর্থ হলেও চারে নেমে অধিনায়ক হ্যারি ব্রুক ৫২ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

জবাবে অস্ট্রেলিয়া ২০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। হেড ২৬ বলে ৩১ রান এবং ম্যাথু শর্ট ৩০ বলে ৫৮ রান করেন। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর অস্ট্রেলিয়া ৪৯ রানে জয়ী হয়।

ম্যাচে ম্যাচসেরা ও সিরিজ সেরা খেলোয়াড় হন ট্রাভিস হেড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ