Views Bangladesh

Views Bangladesh Logo

কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের প্রতি কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমার একটাই নির্দেশ সেটা হলো—তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করা। কেন ডাক্তাররা কর্মস্থলে থাকেন না, সে বিষয়ে ডিজিসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকলকে বলেছি। ইতোমধ্যেই যে সমস্ত জায়গায় ডাক্তার ছিলেন না, তাদেরকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ ছাড়া যারা কর্মরত রয়েছেন, তারা ঠিকমতো ডিউটি করছেন কি না, তাদের খোঁজ-খবরও আমি রাখছি।’

আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাসপাতালের জনবলসংকটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘জনবল সমস্যা একদিনের সমস্যা নয়, এটা বহুদিনের সমস্যা। এ বিষয়ে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করেছি। স্ট্যান্ডার্ড সেটআপ অনুমোদন হয়ে গেছে।’

দাবদাহের বিষয়ে মন্ত্রী বলেন, ‘গরমের কারণে আমি প্রত্যেকটা সিভিল সার্জন ও প্রত্যেক উপজেলায় বলে দিয়েছি—অল্প সমস্যা যাদের, তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে। ইমারজেন্সি রোগীদের জন্য যাতে হাসপাতালে বেড ফাঁকা রাখা হয়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ