Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য খাত সংস্কার কমিশন

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার (৫ মে) সকাল ১১টায় এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকাল ১১টায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।”

গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন-অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, অধ্যাপক ড. সাবা আখতার, অধ্যাপক ড. নায়লা জামান খান, সাবেক সচিব এস এম রেজা, অধ্যাপক ড. মোজাহেরুল হক, ড. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ড. সৈয়দ আতীকুল হক, ড. আহমেদ এহসানুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ