Views Bangladesh Logo

তাবদাহ: নতুন করে আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

বহাওয়া অফিস আজ সোমবার (২২ এপ্রিল) সারাদেশে নতুন করে আরও ৭২ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি করেছে।

সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল মঙ্গলবার থেকে আবারও বাড়বে তাবদাহ।

এর আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) থেকে প্রথম ধাপে ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ