কুমিল্লায় প্রবল বর্ষণে বিপৎসীমায় গোমতীর পানি
ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি প্রবাহ বেড়েছে। বিপৎসীমা ছুঁয়েছে গোমতীর পানি।
এদিকে, কুমিল্লায় গত তিনদিনে ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়ছে ৫৬ মিলিমিটার। সামনের দিনগুলোতে আরো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কুমিল্লা অংশের চরগুলো প্লাবিত হয়েছে। এতে শতশত বাড়িঘর জলমগ্ন হয়েছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। বর্ষণের ফলে গোমতীর পানি যেকোন সময় বিপৎসীমার উপরে প্রবাহিত হতে পারে। এতে করে কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে।
এদিকে ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে গোমতীর চরের ৪ হাজার একর ফসলি জমির সবজি ক্ষেত প্লাবিত হয় নষ্ট হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড গোমতীর দুই তীরে নাজুক অবস্থায় থাকা স্থানগুলো মেরামতের কাজ করছে বলে জানান কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।
তিনি আরো জানান, গোমতীতে গেল ১৫ বছরে উজান থেকে আসা এত পানি দেখা যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে