Views Bangladesh

Views Bangladesh Logo

৩ ঘন্টার বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানীর বিভিন্ন এলাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১২ জুলাই ২০২৪

ঘন্টার ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ডুবে গিয়েছে। এতে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরসমান পানি। এর ফলে বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষের বেড়েছে ভোগান্তি। সেই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে বলেন, 'ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এ বছর ঘূর্ণিঝড় রেমালের সময় ২৪ ঘন্টায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। তবে অল্প সময়ে এতো ভারী বৃষ্টিপাত সাম্প্রতিক সময়ে হয়নি।'

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তাতেই অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগ আরও জানায়, জলাবদ্ধতার কারণে যেসব এলাকায় প্রবল যানজট সৃষ্টি হয়েছে, সেই এলাকাগুলো হলো: ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। অল্প সময়ের জন্য নিরবিচ্ছিন্ন ভারি বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। এখনো যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেইসব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ