প্রবল বর্ষণে অচলপ্রায় মুম্বাই; নিহত অন্তত ৪
মুষলধারে ভারি বৃষ্টিপাতে বন্যা কবলিত ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে নিহত হয়েছেন কমপক্ষে চারজন। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শহরের স্কুল-কলেজগুলো বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু অংশে প্রায় ২৭৫ মিলিমিটার (১১ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টির শঙ্কায় শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করে নাগরিকদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) রাজ্য শাখা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। জেলেদেরকেও উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। ট্রেন চলাচলও বিলম্বিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মহারাষ্ট্র রাজ্যের শহরটির লাখ লাখ বাসিন্দা।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ড্রোন ফুটেজে দেখা গেছে, মহাসড়কগুলোতে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। কিছু গাড়ির ভেতরে বিরক্ত চালক থাকলেও বেশিরভাগই ফেলে রেখে গেছেন হতাশ চালকরা। ঘণ্টার পর ঘণ্টা সড়কে কাটাতে হচ্ছে লাখ লাখ যাত্রীকেও।
ভারতে সাধারণত জুন মাসে বর্ষা শুরু হলেও ১৭ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টিপাত কমে যায়। কিন্তু এ বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ পরেও কিছু রাজ্যে ভারি বর্ষণ অব্যাহত থাকায় জলাধারগুলো উপচে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠও।
বৃহস্পতিবারও দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে মৌসুমী বৃষ্টিপাত দেশের উত্তর-পশ্চিম দিক থেকে সরে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে