Views Bangladesh Logo

ব্রাজিলে ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত ১০

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন ২১ জন। গত সোমবার থেকে টানা বর্ষণে দেশটির রিও গ্রান্দে দো সুল রাজ্যে ঘটনাটি ঘটে।

ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বার্তা সংস্থা এপি।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছেন এবং ৩ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

প্রাকৃতিক এ দুর্যোগের ফলে রাজ্যজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন অপারেটররা। সেই সঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে, ভূমিধস ও সেতু ধসের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে নদী ও খালের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এপির প্রতিবেদনে আরও বলা হয়, বন্যায় ও ভূমিধসের ফলে বিধ্বস্ত ঘরবাড়িতে আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছে দেশটির বিমান বাহিনী। উদ্ধার অভিযানের জন্য দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে রিও গ্রান্দে দো সুল রাজ্যের ভাইস-গভর্নর গ্যাব্রিয়েল সুজা বলেছেন, বিচ্ছিন্ন এবং দ্বীপ অঞ্চলের লোকদের উদ্ধার করাই অগ্রাধিকার। বুধবার সকাল পর্যন্ত ১৩০টিরও বেশি উদ্ধারের অনুরোধ নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ।

গভর্নর সুজা আরও বলেন, বন্যার ঝুঁকি রয়েছে। এজন্য ওই রাজ্যের আশপাশের এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে সোমবার থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

মঙ্গলবার ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, কিছু এলাকায় যেমন উপত্যকা, পাহাড়ি ঢাল এবং শহরগুলোতে ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার (৬ ইঞ্চি) এরও বেশি বৃষ্টি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ