পাকিস্তানে ভারী বৃষ্টিতে ৮ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে আটজনের মৃত্যু হয়েছে। এতে ১২ জন আহত হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে।
এপি জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু রয়েছে।
এ ব্যাপারে শনিবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আনোয়ার শাহজাদ জানান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টির কারণে ঘরগুলো ধসে পড়ে। এতে ধসে পড়া ঘরগুলোর ভেতরে থাকা লোকজন চাপা পড়ে মারা যায়।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের ছিলেন। তারা ৩ থেকে ৭ বছর বয়সী ভাই-বোন। গত ২৪ ঘণ্টায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিজনিত ঘটনায় প্রায় ৩০ জন মারা গিয়েছিল।
জানা গেছে, পাকিস্তানে এবার শীতকালীন বৃষ্টি বিলম্বে শুরু হয়েছে। এ কারণে গত বছরের নভেম্বরের পরিবর্তে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়। বর্ষা ও শীতকালীন বৃষ্টিপাতের কারণে প্রতি বছর দেশটিতে ক্ষয়ক্ষতি হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে