Views Bangladesh Logo

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী কমিটির অভিষেক

 VB  Desk

ভিবি ডেস্ক

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান।

২০২৫-২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. মো. আদনান হাসান মাসুদ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেমাটোলজি বিষয়ে খ্যাতনামা চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করে ভবিষ্যতে হেমাটোলজিবিষয়ক চিকিৎসা, গবেষণা এবং জনসচেতনতায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে হেমাটোলজির সাম্প্রতিক অগ্রগতি, রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে রক্তরোগ সংক্রান্ত গবেষণা ও চিকিৎসা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের অনুষ্ঠান সেই ধারাবাহিকতার অংশ বলে জানিয়েছে সংগঠনটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ