Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ২ যোদ্ধা নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলের হামলায় হিজবুল্লাহ গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছে। রবিবার (১১ অগাষ্ট) এ হামলা চালানো হয় বলে জানায় গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাইবেহ গ্রামে ইসরায়েলের হামলায় দুজন প্রাণ হারিয়েছে।

হিজুবুল্লাহ এ খবরটি নিশ্চিত করে বলেছে, ইসরায়েল সীমান্তবর্তী তাইবেহ গ্রামে এ হামলা চালায়।

এ বিষয়ে সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন থেকে তাইবেহ গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এ ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা তাইবেহ’র কাছাকাছি আদাইসেহ এলাকায় দিনভর হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

অপর এক বিবৃতিতে তাইবেহ এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী সেলে হামলা চালানোর কথা জানায় তারা।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইরানপন্থী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিনই গুলিবিনিময় চলছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ