Views Bangladesh

Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা

লেবাননে পেজার বিস্ফোরণে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের হুশিয়ারি হিজবুল্লাহর

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

লেবাননে যোগাযোগের জন্য নিজ সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের জন্য ইসরাইলকে দায়ি করে দেশটির বিরুদ্ধে ‘প্রতিশোধের কড়া হুশিয়ারি’ দিয়েছে হিজবুল্লাহ। লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির এ অভিযোগকে সমর্থন করায় লেবানন-ইসরায়েল সীমান্তসহ ওই অঞ্চলজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পরস্পরের বিরুদ্ধে গোলাগুলি করে আসছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী। এতে বছরজুড়ে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিলো এমনিতেও। ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইরত হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর ইসরাইলের এ ‘পেজার হামলা’ এখন সে উত্তেজনাকে আরও উস্কে দেবে বলে মনে করছে ‘মধ্যপ্রাচ্য সংঘাতের মূল ক্রীড়নক’ বলে বিতর্কিত খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও।

জাতিসংঘও বলেছে, এই ‘অস্থির’ পরিস্থিতিতে এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন মার্কিন কর্মকর্তা ও নিরাপত্তাবিশেষজ্ঞ বলেন, ‘লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে এটি (পেজার বিস্ফোরণ) ঘটিয়েছিলো ইসরায়েলই। পেজারগুলোর ভেতর বিস্ফোরক লুকিয়ে রেখে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ঘটিয়ে অভিযানটি চালিয়েছে তারা।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, পেজার বিস্ফোরণের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এ ঘটনার জন্য কারা দায়ী, তাও তারা জানেন না।

ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর পেছনে নিজেদের দায়ও স্বীকার করেনি দেশটি।

লেবাননের স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানী বৈরুতসহ বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণ ঘটে। শহরগুলোর একাধিক জায়গায় অসংখ্য পেজার বিস্ফোরণে এক শিশুসহ অন্তত ১১ জন নিহত এবং দুই হাজার ৭৫০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে হালকা আঘাত পাওয়া বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা মেহর।

এসব বিস্ফোরণে তাদের অন্তত দুই যোদ্ধা নিহত হয়েছেন জানিয়ে ‘একে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন’ বলে অভিহিত করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিস্ফোরণের কয়েকঘণ্টার মধ্যেই স্থানীয় সময় সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “এই অপরাধমূলক আগ্রাসনের জন্য শত্রু ইসরায়েলকে পুরোপুরি দায়ী বলে ধরছি আমরা।’ এর জন্য ইসরায়েল ন্যায্য ও ‘উপযুক্ত শাস্তি’ পাবে বলে দিয়েছে হুশিয়ারিও।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি আরও জানিয়েছে, যে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটেছে সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিট ও ইনস্টিটিউশনের কর্মীরা ব্যবহার করতেন। কী কারণে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে অবশ্য কিছু বলেনি হিজবুল্লাহ। শুধু বলেছে, কীভাবে যোদ্ধাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে সংগঠনটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এটাও বলেছেন যে, এ ধরনের বিস্ফোরণ তাদের জন্য বড় ধরনের নিরাপত্তাজনিত অশনিসংকেত।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও এসব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছেন, ‘ইসরায়েল লেবাননের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে এবং যেকোনো বিবেচনায় এটি একটি অপরাধ।’ একই দাবি করে এই পেজার বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি। তিনিও বলেছেন, ‘এটি ইসরায়েলের একটি আগ্রাসন।’ আর বিস্ফোরণের ভয়াবহতার বর্ণনায় স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ জানান, নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক মেয়েশিশু রয়েছে। আহত ২০০ জনের বেশির অবস্থাও গুরুতর। মুখে, হাতে ও পাকস্থলিতে গুরুতর আঘাত পেয়েছেন তাদের অধিকাংশই।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক একজন যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ বিবিসিকে জানিয়েছেন, পেজারগুলোতে সম্ভবত ১০ থেকে ২০ গ্রামের মতো উচ্চ সামরিক মানের বিস্ফোরক ভরা ছিল। এগুলো একটি ভুয়া ইলেকট্রনিক উপাদানের মধ্যে লুকানো ছিল।

আলফানিউমেরিক টেক্সট বার্তা দিয়ে ওই ইলেকট্রনিক উপাদানটিতে একটি সংকেত সজ্জিত ছিল। যে ব্যক্তি ওই পেজারটি ব্যবহার করতে গিয়েছেন তখনই বিস্ফোরণ ঘটেছে, বলেন এই বিশেষজ্ঞ।

পেজার একধরনের ছোট যন্ত্র, যা সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন। গোষ্ঠীটির তাদের সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করতে সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ, সেটি হ্যাকারের খপ্পরে পড়তে পারে অথবা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সেগুলো ট্র্যাক করতে পারে। গোষ্ঠী প্রধান হাসান নসরুল্লাহ কয়েকমাস আগে তার যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধ করেন। বলেন, ইসরায়েলের হাতে এসব স্মার্টফোনে অনুপ্রবেশের প্রযুক্তি রয়েছে। নসরুল্লাহর ওই আদেশের পর হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য পেজার প্রযুক্তি ব্যবহার করতেন।

এখন এই বিস্ফোরণের কারণে আলজাজিরার বিশ্লেষণেও বলা হচ্ছে, এসব ডিভাইসও বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারছে কোনো পক্ষ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ