Views Bangladesh

Views Bangladesh Logo

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

লমান তীব্র তাপপ্রবাহের জন্য প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।

তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।

আদালতে, চলমান তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন।

এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল রেহেনা সুলতানা, মো. সামিউল সরকার ও আশিক রুবায়েত।

তীব্র তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যেই রবিবার (২৮ এপ্রিল) খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রথম দিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এরপরই প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ