Views Bangladesh

Views Bangladesh Logo

‘সানভীস বাই তনি’ শোরুম খুলে দিতে বললেন হাইকোর্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১১ জুন ২০২৪

লোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির প্রতিষ্ঠান ‘সানভীস বাই তনি’র গুলশানের শোরুম খুলে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ আদেশ দেন।

তবে শোরুমে পাকিস্তানি পোশাক বিক্রি করা যাবে না বলে আদেশে বলা হয়েছে।

আদালতে তনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান ও রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

আদেশের পর রোবাইয়াত ফাতিমা তনি বলেন, “আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। আমার শোরুম অবৈধভাবে বন্ধ করেছিল। জরিমানা শোধ করার পরও শোরুম বন্ধ করে আমার ক্ষতি করা হয়েছে।”

গত ২৭ মে রোবাইয়াত ফাতেমা তনির গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এরপর গত ৬ জুন এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য গতকাল সোমবার দিন ধার্য করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ