Views Bangladesh

Views Bangladesh Logo

শুরু হয়েছে চামড়া বেচাকেনা, গরুর চামড়ার দাম সর্বোচ্চ ৮০০-৯০০ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

সারাদেশে সোমবার ঈদুল-আজহা উদযাপনের পর রাজধানীর পোস্তায় শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া বেচাকেনা। এ বছর বড় গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। অন্যদিকে ছোট গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে প্রতি পিস ২০০ থেকে ৭০০ টাকায় এবং ছাগলের কাঁচা চামড়া বিক্রি হচ্ছে ১০ টাকায়।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এসব তথ্য জানা যায়।

পোস্তা এলাকার আড়তদার মোঃ শাহাদাত হোসেন বলেন, শ্রমিকদের মজুরিসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় প্রতি পিস কাঁচা চামড়া সংরক্ষণে ব্যয় ৩০০ টাকার ওপরে পড়বে।

এ বছর রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় বর্গফুটপ্রতি কাঁচা চামড়ার দাম বেড়েছে ৫ টাকা।

অন্যদিকে রাজধানীর বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা, যা গত বছর ছিল ৪৫-৪৮ টাকা।

এ ছাড়াও খাসির লবণযুক্ত চামড়ার দাম এ বছর নির্ধারণ করা হয়েছে ১৮-২০ টাকা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ