শনিবার মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে কার্যকর হবে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, গত ২২ সেপ্টেম্বরের বৈঠকে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, মাছ ধরার ওপর বিধিনিষেধ আরোপের উদ্দেশ্য হলো প্রজননকালে ডিম পাড়া মা ইলিশ রক্ষা করা।
বাংলাদেশের ১২.০ শতাংশেরও বেশি মাছ উৎপাদন আসে ইলিশ থেকে, যা একক মাছের প্রজাতি হিসেবে দেশের মাছের উৎপাদনে সর্বোচ্চ অবদান রাখছে।
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত। সামুদ্রিক মাছ ডিম পাড়তে বাংলাদেশের নদীতে চলে যায়। মাছটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয়। বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ইলিশ ধরা পড়ে বাংলাদেশে।
চাঁদপুর বাংলাদেশে ইলিশের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। কারণ, আনন্দদায়ক স্বাদের জন্য এখানকার পদ্মা নদীর মাছ অন্য নদীর মাছের তুলনায় অনেক বেশি জনপ্রিয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে