এবার ঢাবিতে উদযাপিত হবে না ৭ মার্চ দিবস
প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবিতে) ৭ মার্চ দিবস জাঁকজমকভাবে পালিত হলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এ বছরে ঢাবিতে পালিত হবে না দিবসটি।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়। এ ছাড়াও তাদের নামে তৈরি অবকাঠোমোগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের এমন উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামও পরিবর্তন করা হয়।
এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ দেন। তাছাড়া ক্যাম্পাসে এখন বঙ্গবন্ধুকে স্মরণ করে ৭ মার্চ দিবস পালন করলে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বছর ৭ মার্চ দিবসটি পালিত হবে না।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ভিউজ বাংলাদেশকে বলেন, এ বছর ৭ মার্চ দিবস পালিত হবে না। তবে কেন হবে না সে প্রশ্নের জবাব দেননি তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে