হিযবুত তাহরীর নেতা তাওহীদ গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ ও র্যাব-৭ এর অভিযানে আটক হয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদকে (২৫)। চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ এপ্রিল) র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীর’র দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তৌহিদুল ইসলাম হাজারীবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল।
আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত রাখে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তাকে গ্রেপ্তার সংক্রান্তে কুমিল্লা জেলার লালমাই থানার অফিসার ইনচার্জের পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি করে বলেও জানান তিনি।
তাওহীদের থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ‘হিযবুত তাহরীর’ অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে যুক্ত করেন র্যাবের এই কর্মকর্তা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে