হলিউড অভিনেতা ভ্যাল কিলমার আর নেই
আমেরিকান অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন, যিনি "টপ গান" চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীতে ব্যাটম্যান ও জিম মরিসনের ভূমিকায় অভিনয় করে তারকা হয়ে ওঠেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মঙ্গলবার (১ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তার মেয়ে মার্সেডিস কিলমার নিউইয়র্ক টাইমসকে জানান, কিলমারের মৃত্যুর কারণ ছিল নিউমোনিয়া। তিনি ২০১৪ সালে গলার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে ওঠেন।
মূলত মঞ্চ অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করা কিলমার ১৯৮৪ সালে ঠাণ্ডা যুদ্ধের পটভূমিতে নির্মিত "টপ সিক্রেট" নামের চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।
এর দুই বছর পর ১৯৮৬ সালে তিনি "টপ গান" ছবিতে আইসম্যান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এতে তিনি টম ক্রুজের ম্যাভেরিক চরিত্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে অভিনয় করেন।
দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করা কিলমার অলিভার স্টোন পরিচালিত "দ্য ডোর্স" সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন
এবং "ব্যাটম্যান ফরএভার" ছবিতে ব্রুস ওয়েন তথা ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করেন। তিনি মাইকেল কিটনের পর এবং জর্জ ক্লুনির আগে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন।
কিলমার নিউইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড স্কুলে ভর্তি হওয়া সর্বকনিষ্ঠ ছাত্র ছিলেন এবং সবসময় গম্ভীর ও অর্থবহ চলচ্চিত্র তৈরি করতে চেয়েছিলেন। তবে ২০০০ সালের শুরুর দিকে তিনি একাধিক বড় বাজেটের ফ্লপ সিনেমায় জড়িয়ে পড়েন।
এরপর প্রায় এক দশক নিম্নমানের সিনেমায় কাজ করার পর ২০১০-এর দশকে তিনি মার্ক টোয়েনের জীবন নিয়ে মঞ্চ নাটকের মাধ্যমে ফিরে আসেন এবং এটিকে চলচ্চিত্রে রূপান্তরিত করতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই তার ক্যানসার ধরা পড়ে।
২০২১ সালে "ভ্যাল" নামের একটি প্রামাণ্যচিত্র মুক্তি পায়, যেখানে তার হলিউড জীবনের উত্থান-পতন দেখানো হয়। এতে তাকে শ্বাস নিতে কষ্ট করতে দেখা যায়। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়।
দীর্ঘ বিরতির পর একই বছরে তিনি "টপ গান: ম্যাভেরিক" ছবিতে আইসম্যান চরিত্রে একটি ক্যামিও ভূমিকায় ফিরে আসেন। এটি ছিল
১৯৮৬ সালের মূল "টপ গান" সিনেমার বহু প্রতীক্ষিত সিক্যুয়েল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে