ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুর ঘটনায় দায়ীদের অবশ্যই বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিস কর্মী মারা যাওয়ার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচার হবে।
তিনি বলেন, আমার একজন কর্মী মারা গেল, এর ব্যর্থতা আমার। এ ঘটনায় বিচার অবশ্যই হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে জাতীয় পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ জানাজার জন্য ফায়ার সার্ভিস সদর দপ্তরে আনা হয়। জানাজার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার ফাইটার নয়নকে শ্রদ্ধা জানান। এরপর তাকে রাষ্ট্রীয় সম্মাননায় বিদায় জানানো হয়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শোয়ানুর জামান নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ট্রাকচালককে ধরেছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।
নিহত নয়ন খুবই দক্ষ ফায়ার ফাইটার ছিলেন জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নয়নের বয়স খুবই কম ছিল। তিনি মাত্র দুই বছর ধরে ফায়ার সার্ভিসে চাকরি করেন। কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান, তার মা-বাবার যে কী অবস্থা সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিছুদিন আগে সিলেটে থেকে পোস্টিং হয়ে ঢাকায় এসেছেন। তিনি খুবই দক্ষ ফায়ার ফাইটার ছিলেন। তাই তাকে স্পেশাল টিমের জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছিল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি বলব ব্যর্থতাই। কারণ ট্রাক ওখানে চলাচল করতে দেওয়া উচিত ছিল না।
আগুন নেভাতে সময় বেশির লাগার এক প্রশ্নে তিনি বলেন, আগুন নেভাতে কোনটা কত সময় লাগবে, সেটাতো আমরা এভাবে বলতে পারব না। সেটা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার ওপরও নির্ভর করে। ফায়ার সার্ভিসের লোকজন সর্বোচ্চ চেষ্টা করেছে। ১৯টা ফায়ার ইউনিট একসঙ্গে কাজ করে কন্ট্রোলের ভেতরে এনেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে