Views Bangladesh

Views Bangladesh Logo

অবৈধ বিদেশিদের ৩১ জানুয়ারির মধ্যে নথিপত্র সংগ্রহের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দেশে অবৈধভাবে অবস্থান বা কাজ করা বিদেশিদের ৩১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে বৈধ নথিপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে অনেক বিদেশি অবৈধভাবে অবস্থান করছেন বা কাজ করছেন। এ ক্ষেত্রে অবৈধভাবে অবস্থান বা কাজ করা বিদেশিদের ৩১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সব বিভাগ বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত সময়সীমার পর যারা অবৈধভাবে অবস্থান করবেন বা কাজ করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১ লাখ ১৯ হাজার বিদেশি অবস্থান করছেন। এর মধ্যে অন্তত ৩০ হাজারের বেশিরভাগই ভারত ও চীনের নাগরিক, যারা মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করছেন।

এছাড়া বাংলাদেশে প্রায় ৪৫ হাজার ভারতীয় বসবাস করছেন। এর মধ্যে অন্তত ৬০ শতাংশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এ সংখ্যা প্রায় ২৭ হাজার। অন্যদিকে, চীনা নাগরিকদের সংখ্যা প্রায় ১০ হাজার ৫০০। তাদের মধ্যে ৪০ শতাংশ মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করছেন।

এছাড়াও, যুক্তরাষ্ট্রে ১৩ হাজার নাগরিকের মধ্যে অনেকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। যুক্তরাজ্যের ৭ হাজার ৫০০ কানাডার ৪ হাজার ৫০০, নেপালের ৩ হাজার ৫০০, রাশিয়া ও জাপানের ৪ হাজার ৫০০ করে, শ্রীলঙ্কার ২ হাজার ৫০০ এবং পাকিস্তান ও ইতালির ২ হাজার নাগরিক বাংলাদেশে  অবস্থান করছেন।

অন্যান্য দেশ থেকে আরও ১৭ হাজার ৯২৮ জন বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন। এদের মধ্যে দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা ও নাইজেরিয়ার কয়েকশ নাগরিকেরও ভিসার মেয়াদ শেষ হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ