Views Bangladesh

Views Bangladesh Logo

বাংলাদেশি রোগীদের চিকিৎসা হবে না কলকাতার জে এন রায় হাসপাতালে

Tanmay Mondal, Kolkata

তন্ময় মণ্ডল, কলকাতা

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা এবং ভারতের প্রতি বাংলাদেশিদের বৈরিতার অভিযোগ তুলে দেশটির রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার করেছে কলকাতার জে এন রায় হাসপাতাল।

শুক্রবার (২৯ নভেম্বর) শহরের মানিকতলার হাসপাতালটির কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, ‘বাংলাদেশের বিক্ষোভকারীরা ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করেছেন। ঘটনাটি জানার পর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি, শনিবার (৩০ নভেম্বর) থেকে আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না’।

তিনি বলেন, ‘তেরঙা জাতীয় পতাকার অপমান হচ্ছে দেখে, আমরা বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এটি করে তারা মূলত ভারতের প্রতিই অপমান দেখিয়েছেন’।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি কথিত দুর্ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভের মতো একই ব্যবস্থা নিতে কলকাতার অন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদেরও আহ্বান জানান তিনি।

শুভ্রাংশু ভক্ত বলেন, ‘ভারত তাদের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তা সত্ত্বেও, আমরা ভারত বিরোধী মনোভাব দেখছি। আমরা আশা করি, অন্য হাসপাতালগুলোও আমাদের সমর্থন করবে। এবং একই ধরনের পদক্ষেপ নেবে’।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) প্রাক্তন নেতা এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর পর চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ ও সহিংসতা হয়। এর জেরে বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা উত্তেজনার শিকার।

আগেরদিন সোমবার (২৫ নভেম্বর) বিএনপির এক নেতার করা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন চিন্ময়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ