কিংস অ্যারেনায় আজ বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে কুয়েতের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরে যায় বাংলাদেশ। আজ মঙ্গলবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগের খেলা।
বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের হার দিয়ে ‘আই’ গ্রুপে সূচনা করে বাংলাদেশ। পরে অবশ্য লেবাননের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পায় কাবরেরার দল। পরের ম্যাচেই আবার হোঁচট। আজ ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজ জার্সিধারীরা। জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা একসঙ্গে অনেকদিন ধরে খেলছি। কালকের দিনটা আমাদের জন্য বড় একটা দিন। আগের ম্যাচটা হতাশাজনক ছিল, তবে আমাদের সামনে তাকাতে হবে। আমরা নিজেরা সেটা নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। তবে গত ম্যাচে কি হয়েছে, এখন আমাদের সেটা ভুলে যেতে হবে।’
জামাল আরো বলেন, ‘তিন পয়েন্ট পেলে তো সবচেয়ে ভালো। আমাদের সমর্থকদের সামনে এই ম্যাচটা আমরা হারতে চাই না। সমর্থকদের জন্য আমাদের ভালো পারফর্ম করতেই হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে