সিলেটে ভবন থেকে লাফ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সিলেট নগরের আম্বরখানার একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ সাবিহা সুলতানা।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মহত্যাকারী সাবিহা (৩৭) সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর কলোনি রোডের মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তার স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করেন। এই দম্পতির ১০ বছরের এক সন্তান রয়েছে।
সাবিহা বাবার পরিবারের সঙ্গে আম্বরখানার শুভেচ্ছা-৮নং বাসার ছয় তলা ভবনের ছয় তলারই একটি ফ্ল্যাটে থাকতেন।
পুলিশ জানায়, সকাল দশটার দিকে খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে যায়। গিয়ে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, সকাল আটটা ৫৬ মিনিটে সাবিহা নিজ বাসার ব্যালকনি থেকে লাফ দেন। তার মরদেহটি গিয়ে পাশের তিনতলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ। ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে মরদেহ উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সাবিহার চিকিৎসক ভাই জানান, তার বোন মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। একই কথা জানান সাবিহার স্বামী মো. ফয়সাল ইমামও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে