লোহিত সাগরে জ্বালানিবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের উপকূলে আন্ড্রোমেডা স্টার অয়েল ট্যাংকার নামে একটি জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শনিবার এ হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়।
বিবিসি জানিয়েছে, ইয়েমেনের মোচা শহরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ ঘটনাটি ঘটেছে।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে দুই বার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান-সমর্থিত হুতিরা। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
তবে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে তিনটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে জ্বালানিবাহী জাহাজ অ্যান্ড্রোমিডা স্টারের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।
গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম অ্যামব্রে বলছে, তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দেখা গেছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে শনিবার হুথি বিদ্রোহীরা জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে অবস্থানরত অ্যান্ড্রোমিডা স্টার তেলের ট্যাঙ্কারে আঘাত করেছে। কারণ তারা গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ চালিয়ে আসছে।
এ ব্যাপারে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, পানামা পতাকাবাহী অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন। তবে আমব্রে বলছে, সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে।
এদিকে হামাস উপত্যকায় ইসরায়েলি হামলার শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচলকারী একের পর এক পণ্যবাহী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। এ জন্য হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধজাহাজ। গতকাল শুক্রবার সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে টহল দেয় যুদ্ধজাহাজ ইউএসএস ডি আইজেনহাওয়ার। এরপরও ওই জলসীমায় হামলার ঘটনা ঘটল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে