মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম 'হাউ সুইট' এর ট্রেইলার
কাজল আরেফিন অমি পরিচালিত ও অপূর্ব-ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম 'হাউ সুইট' এর ট্রেইলার মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে।
২মিনিট ২২ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে নায়ক-নায়িকার রোমান্স, কমেডি এবং অপূর্বর অ্যাকশন। ট্রেইলারের কিছু অংশে অপূর্ব- ফারিনকে একটি গানে রোমান্স করতেও দেখা গেছে। সেই সঙ্গে আইটেম গানেরও কিছু অংশ দেখা গেছে। এই ইদুল ফিতরে মুক্তি পাবে হাউ সুইট।
উল্লেখ্য, গত ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা ছিল ওয়েব ফিল্মটির , কিন্তু কিছু কারণে তা পিছিয়ে যায়। তবে নির্মাতা কাজল আরেফিন অমি কিছুদিন আগে গণমাধ্যমে জানিয়েছিলেন, এই ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে।
হাউ সুইট’এর শুটিং হয়েছে বরিশাল ও ঢাকার বিভিন্ন লোকেশনে। অমি বলেন, "যেমন চমচম খেলে মিষ্টি অনুভব হয়, ঠিক তেমনি এই গল্পটি দেখলে দর্শকরা সেই মিষ্টি অনুভূতি পাবেন। ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিনের রসায়ন দেখার জন্য ইদ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে