Views Bangladesh Logo

ডিপিএলে এক ম্যাচ নিষিদ্ধ হৃদয়, এবাদতের ৪০ হাজার টাকা জরিমানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) টুর্নামেন্টে মিরপুরে শনিবার (১২ এপ্রিল) দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ম্যাচে যেমন উত্তাপ ছড়ায়, তেমনি বিতর্কেরও জন্ম দেয়। এই ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান মোহামেডানের খেলোয়াড়রা। অধিনায়ক তাওহিদ হৃদয় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আইসিসির কোড অব কন্ডাক্ট লেভেল-টু ভঙ্গ করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। পেয়েছেন ৪টি ডিমেরিট পয়েন্টও।

একই অপরাধে মোহামেডানের পেসার এবাদত হোসেনের ৪০ হাজার টাকা জরিমানা হয়েছে। তার নামের পাশে ২টি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আনুষ্ঠানিক শুনানির পর এই জরিমানা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

মোহামেডানের বোলিং সময় দুইবার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান মোহামেডানের ক্রিকেটাররা। এর মধ্যে একবার আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগবিতণ্ডা করেন হৃদয়। আরেক আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গেও তর্কে জড়ান তারা।

শাস্তি পাওয়ার পর গণমাধ্যমকে হৃদয় বলেন, ‘যেটা ঘটেছে, সবকিছু ব্যাখ্যা করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তারাও ভুল করেন, কিন্তু আমার কাছে মনে হয় ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি আমিও স্বীকার করবো। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন এটা ভুল না তাহলে হবে না। সে আন্তর্জাতিক আম্পায়ার তাকে আমরা সম্মান করি, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এখানে যারা ছিল বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সো, এমন ম্যাচে দুই-একটা ডিসিশন অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ