Views Bangladesh

Views Bangladesh Logo

সারাদেশে চলছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৩০ জুন ২০২৪

রোববার সকাল থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে আগামী ৯ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে সিলেট বিভাগে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন, মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ৮৮ হাজার ৭৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এ ছাড়াও বিদেশে ৮টি কেন্দ্র থেকে এই পরীক্ষায় অংশ নিচ্ছে ২৮১ জন শিক্ষার্থী।

গত বছর সব বোর্ড থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। সেই তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৪৪৮ জন বেশি।

রুটিন অনুযায়ী এবারের এইচএসসির লিখিত পরীক্ষা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে।

এ ছাড়াও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষা ১৮ জুলাই পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন পত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী, কেন্দ্র পরিদর্শক, মন্ত্রণালয়ের টিম, বোর্ডের টিম, স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসন টিম ও নিরাপত্তাকর্মী ছাড়া অন্য কেউ থাকতে পারবে না।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ