Views Bangladesh

Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফরম পূরণ শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণ করতে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে ফরম পূরণ শুরু হয়েছে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই ফরম পূরণ করা যাবে। পূর্বঘোষণা অনুযায়ী এবার পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।

এ বছর বোর্ড ফি, কেন্দ্র ও ব্যবহারিক ফি-সহ বিজ্ঞান শাখার শিক্ষার্থী প্রতি ফরম পূরণ বাবদ ধার্য করা হয়েছে ২ হাজার ৬৮০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী প্রতি ২ হাজার ১২০ টাকা। তবে এই দুই শাখার পরীক্ষার্থীদের চতুর্থ বিষয় ও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি ১৪০ টাকা করে বাড়তি ফি দিতে হবে।

গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইচএসসি-২০২৪ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ৩০ জুন থেকে এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষাকে কেন্দ্র করে টেস্ট পরীক্ষার নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। আবার টেস্ট পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশ পত্র দেওয়া থেকেও বঞ্চিত করা যাবে না। এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ