এইচএসসিতে টানা ১৪ বছর এগিয়ে মেয়েরা
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় টানা ১৪ বছর ধরে পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। এইচএসসিতে মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ একই জায়গায় ছেলেদের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
এছাড়াও জিপিএ-৫ অর্জনে টানা তৃতীয়বারের মতো ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা।
রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৪৩ হাজার ২৩০ জন ছাত্র এবং ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্রী।
এবারের ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গড় পাসের হার ৭৮.৬৪ শতাংশ।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের উত্তীর্ণ হওয়ার পরিমাণ বেশি। ফলে ২০০৯ সালই ছিল শেষ বছর। যে বার ছেলেরা পাসের হারের দিক থেকে মেয়েদের তুলনায় এগিয়ে ছিল। সে বছর মোট পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মেয়েদের ক্ষেত্রে ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে