Views Bangladesh

Views Bangladesh Logo

এআই চিপ তৈরি করবে হুয়াওয়ে

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

হুয়াওয়ে তাদের ব্যবসায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। স্মার্টফোন থেকে শুরু করে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে থাকে চীনের কোম্পানিটি।

তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ তৈরিতে বেশি মনোযোগী কোম্পানিটি। চীনের প্রযুক্তি কোম্পানি অ্যাসেন্ড ৯১০বি এআই চিপের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি চীনে বিক্রির দিক থেকে অ্যাপল হ্যান্ডসেটকে ছাড়িয়ে গেছে হুয়াওয়ের মেট ৬০ স্মার্টফোন।

হুয়াওয়ে বিশ্বাস করে, স্মার্টফোনের চেয়ে বর্তমানে তাদের এআই চিপ তৈরিতে অগ্রাধিকার দেয়া উচিত। তার কারণ চীনে এআই চিপের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সে ক্ষেত্রে হুয়াওয়ে অ্যাসেন্ড ৯১০বি চিপটি উন্নত এআই মডেল তৈরি করতে সক্ষম।

চীনজুড়ে এ চিপের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীনা এআই ডেভেলপাররা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে উচ্চমানের এআই চিপ কিনতে বাধার সম্মুখীন হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা এনভিডিয়ার এইচ ১০০-এর মতো চিপগুলোর সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞদের অভিমত হয়তো হুয়াওয়ে অ্যাসেন্ড লাইনআপের মাধ্যমে চীনে এআই চিপের চাহিদা পূরণে কাজ করবে।

কৌশলগত এই পরিবর্তন চীনের এআই প্রযুক্তিতে গতি ফিরিয়ে আনতে সাহায্য করবে আশা করছে চীনা জায়ান্ট সংস্থাটি। হুয়াওয়ে জানিয়েছে, তারা এআইয়ের কেন্দ্রীয় বিনিয়োগ ক্ষেত্রে সব বাধা মোকাবিলা করতে প্রস্তুত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ