মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩
মালয়েশিয়ায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের একটি গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৬৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণ আনতে এবং বাসিন্দাদের সরিয়ে নেয়ার চেষ্টা এখনো চলমান রয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের পুচং শহরে ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনা ব্যক্তিরা আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। তারা শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যায় ভুগছেন।
পেট্রোনাস এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটিকে বিচ্ছিন্ন করা হয়েছে।
ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ৫০০ মিটার (১,৬৪০ ফুট) দীর্ঘ পাইপলাইনের ভালভ বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির আশপাশের ৪৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, একটি বিশাল কমলা রঙের আগুনের শিখা জ্বলছে এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুর্ঘটনাস্থল এলাকাটি ঘিরে রেখেছে কর্তৃপক্ষ। হতাহতদের উদ্ধারে সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো স্পষ্ট নয়।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, কিছু মানুষ তাদের বাড়িতে আটকা পড়েছিল।
পেট্রোনাস জানিয়েছে, তারা স্থানীয় সম্প্রদায়, পরিবেশ এবং দেশে গ্যাস সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, দুটি স্থানীয় মসজিদে ত্রাণ কেন্দ্র স্থাপন করেছে সরকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে