Views Bangladesh Logo

ফরিদপুর রেলস্টেশনে স্টপেজের দাবিতে মানববন্ধন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুুর রেলস্টেশনে স্টপেজ-এর দাবিতে কাফনের কাপড় পরে ট্রেন অবরোধ ও মানববন্ধন করেছে ফরিদপুুরবাসী।

শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টা থেকে ঘণ্টাব্যাপী ফরিদপুর রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনকারীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে রেললাইনের ওপর শুয়ে পরে ট্রেন অবরোধ করে। পরে পাকশীর বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিয়ে ৪৮ ঘণ্টার আলটিিমেটাম দেন তারা। প্রায় পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে দাঁড়ালে ট্রেনটি ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রসঙ্গত, গত ৫ মে থেকে রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিকভাবে চন্দনা কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। তবে মাঝপথে ফরিদপুর রেলস্টেশনে কোনো যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ