Views Bangladesh

Views Bangladesh Logo

হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে অন্তত ৪৪ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

হারিকেন হেলেনের তীব্র আঘাতে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। উঁচু ওক গাছ উপড়ে পড়ায় ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। জলোচ্ছ্বাসের প্রভাবে সৃষ্ট বন্যাকবলিতদের বাঁচাতে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে আঘাত হানে হারিকেনটি। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফ্লোরিডার জনবহুল গ্রামীণ বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানার সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার)।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।। নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন। এক নারী ও তার এক মাস বয়সী যমজ সন্তান এবং ৮৯ বছর বয়সী এক নারীর বাড়ি উপড়েপড়া গাছের নিচে চাপা পড়ে আছেন।

ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনটির আঘোতে জর্জিয়ার দক্ষিণাঞ্চলের কয়েকটি হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গভর্নর ব্রায়ান কেম্প বলেছেন, কর্তৃপক্ষকে ধ্বংসাবশেষ পরিষ্কার এবং রাস্তা সচলে করতে চেইনসো ব্যবহার করতে হয়েছিল।

এই দুর্যোগে দেড় হাজার কোটি থেকে ২৬ বিলিয়ন ডলারের সম্পত্তির ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে মুডি'স অ্যানালিটিকস।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ