Views Bangladesh Logo

আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী আটক

গুড়ায় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার অভিযোগে আজিজুল হক নামের একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, শনিবার (১ জুন) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-২৩ বছরের আশামনি ও তার এক বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল রাফি। আর এ ঘটনায় আটককৃত আজিজুল (২৪) বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি সেনা সদস্য হিসেবে চট্টগ্রামে কর্মরত রয়েছেন।

শুভেচ্ছা আবাসিক হোটেলের পরিচালক সুরুজ্জামান সুরুজ জানান, রোববার (২ জুন) সকালে এ হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারি। ওই সময় আজিজুল হোটেলে ছিলেন না। পরে সকাল ৯টার দিকে আজিজুল হোটেলে এলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়া হয়।

এ বিষয়ে নিহত আশামনির বাবা আসাদুল ইসলাম বলেন, গতকাল রাত ৯টার পরে আজিজুল আমাকে জানায় আশামনি ও রাফিকে এক অটোরিকশায় করে আকাশতারা এলাকার উদ্দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এরপর থেকে তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অথচ আজিজুল নিজের স্ত্রী-সন্তানকে হত্যার পর এ কথা বলেন।

এদিকে আজিজুলের বাবা বলেন, কী কারণে সে এ ঘটনা ঘটালো তা আমার জানা নেই। বছর তিনেক আগে তাদের বিয়ে হয়েছিল।

এ ব্যাপারে বগুড়ার শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে রাফির কাটা মাথা উদ্ধারের চেষ্টা চলছে।

আবুল কালাম আজাদ জানান, শনিবার (১ জুন) দুপুরে বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে এসে রুম নেন আজিজুল। পরে ওইদিন সন্ধ্যায় স্ত্রী-সন্তানকে নিয়ে হোটেলের ৩০১ নম্বর রুমে ওঠেন তিনি। সেখানে আজিজুল তার স্ত্রী আশামনি ও সন্তান রাফিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন। পরবর্তীতে রাফির মাথা গুম করেন আজিজুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, করতোয়া নদীতে ছেলের মাথা ফেলে দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল জানান তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিলেন। এছাড়াও আরও নানা বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দের সৃষ্টি হয়। এসব কারণে তিনি এই হত্যার ঘটনা ঘটান। তবে তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ