ফ্যাসিস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই: ফারুক আহমেদ
সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। শনিবার (৩ এপ্রিল) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব সমালোচনা বন্ধের অনুরোধ করে তিনি বলেন, ‘অনেক সময় এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আমরা দুইটাই চেষ্টা করব (সাংবাদিকদের উদ্দেশে), ভালো কাজের প্রশংসা করা এবং খারাপ কাজের সমালোচনা করা। এটাই কিন্তু স্বাভাবিক।’
আর্থিক বিষয় ও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেন এতো সমালোচনা ও বিতর্কের তৈরি হচ্ছে সে বিষয়েও কথা বলেন ফারুক আহমেদ। তার মতে, অনেকে বিসিবি সভাপতির পদ বাগিয়ে নিতে চায় বলে এমন প্রশ্ন তুলছে।
তিনি বলেন, ‘এটা বলা খুব মুশকিল। কেননা, এই জায়গাটায় ক্রিকেট বোর্ডের (সভাপতি পদ) অনেকের অনেক ইন্টারেস্ট। তারাও হতে পারে।’
বিসিবির আর্থিক বিষয়ের পাশাপাশি সভাপতি ফারুক আহমেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা হচ্ছে। অনেকের দাবি, তার বন্ধু এস এম রানার সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ছিল। এমনকি তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ফারুক আহমেদেরও সম্পর্ক ছিল। তবে এমন দাবির পাল্টা জবাবে ফারুক আহমেদ বলেন, ‘ফ্যাসিস্ট রেজিম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো। এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। ফ্যাসিস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু এই নতুন সরকারের আমলে একজন প্রেসিডেন্ট। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি বিন্দুমাত্র আমার সংশ্লিষ্টতা দেখতো তাহলে আমি এখানে আসতাম না আজকে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে