বরিশালে বিনিয়োগকারীদের সাথে আইসিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বরিশাল শাখার উদ্যোগে সম্মানিত বিনিয়োগকারীদের সমন্বয়ে গত ০৪ মে, ২০২৫ তারিখ, রবিবার, নগরীর হোটেল কিং ফিশার এন্ড রেস্টুরেন্ট-এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিবি’র পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া, আইসিবি’র মহাব্যবস্থাপক জনাব আল-আমীন তালুকদার, মহাব্যবস্থাপক জনাব মোঃ হাবিবুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক কফিল উদ্দিন পাটোয়ারী, আইসিবি বরিশাল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ শামীম উদ্দিন আহমেদ সহ বরিশাল শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সম্মানিত বিনিয়োগকারীগণ তাদের বক্তব্যে আইসিবি’র গ্রাহক সেবা, পুঁজিবাজারে সুশাসন ফিরিয়ে আনা এবং অব্যবস্থাপনা রোধ সহ পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে