Views Bangladesh Logo

ইসরায়েলের কাছ থেকে গাজায় ত্রাণ সহায়তা সম্পর্কে আজকের মধ্যে তথ্য চেয়েছে আইসিজে

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। শুক্রবার ( ১৭ মে) নেদারল্যান্ডসের দ্য হেগে আদালতের কার্যালয়ে ইসরায়েল তার পক্ষে যু্ক্তিতর্ক তুলে ধরে। তারা বলে, দক্ষিণ আফ্রিকা মিথ্যা অভিযোগ করেছে। এদিকে, ইসরায়েলের কাছ থেকে গাজায় ত্রাণ সহায়তা সম্পর্কে আজকের মধ্যে তথ্য চেয়েছে আইসিজে।

শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েল বলেছে, নিজেদের রক্ষায় ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। দক্ষিণ আফ্রিকার এ ধরনের আবেদন জাতিসংঘের জাতিগত নিধন সনদের সঙ্গে ‘ঠাট্টা’। তাই আবেদন নাকচ করে দেওয়ার দাবি জানান ইসরায়েলের আইনজীবীরা।

ইসরায়েল আরও বলে, এটি বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি আবেদন। রাফায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরায়েল বিষয়টি ভালোভাবে জানে। কিন্তু হামাস এসব মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা সেখানে আস্তানা গেড়েছে। যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। হামাসের ‘সন্ত্রাসীদের’ নির্মূলে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে ইসরায়েল।

শুনানিতে ইসরায়েলের আইনজীবীদের নেতৃত্বে ছিলেন দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাড নোয়াম।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা আবেদনের পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরে। সেখানে দেশটি গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও রাফা শহরে হামলা বন্ধে জরুরি ভিত্তিতে নির্দেশ দিতে আদালতের কাছে অনুরোধ জানায়।

শুনানিতে দক্ষিণ আফ্রিকা বলে, গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা চালাচ্ছে। তা জাতিগত নিধনের পর্যায়ে পড়ে। এ হামলা গত কয়েক মাসের তুলনায় বর্তমানে আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জাতিসংঘের সর্বোচ্চ আদালত। দুই দেশের মধ্যে বিবদমান কোনো বিষয় সমাধানে অনেকটা মধ্যস্থতার কাজ করে আইসিজে। এ আদালত স্বাধীনভাবে রায় দিতে পারে। তবে তা বাস্তবায়নে কোনো শক্তি প্রয়োগের ক্ষমতা রাখে না।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গতকাল শুক্রবার (১৭ মে) ইসরাইলকে গাজার ইসরাইল ঘোষিত 'নিরাপদ অঞ্চলে' ত্রান সহায়তা সম্পর্কে আরও তথ্য সরবরাহ করতে বলেছে। প্রতিক্রিয়া জানাতে আজ শনিবার (১৮ মে) বিকাল ৪:০০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিজে ।

আইসিজে গাজায় ইসরায়েলের যুদ্ধে দক্ষিণ আফ্রিকার চাওয়া ‘জরুরি ব্যবস্থার’ ওপর দুই দিনের শুনানি শেষ করেছে।
২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া গণহত্যা মামলার অংশ হিসাবে এই নিয়ে চতুর্থবারের মতো দক্ষিণ আফ্রিকা আদালতে আপিল করেছিল।

দক্ষিণ আফ্রিকা আদালতকে ইসরায়েলের রাফাহ হামলা বন্ধের আদেশ দিতে বলেছে, যাকে এটি গাজায় ফিলিস্তিনিদের "শেষ আশ্রয়স্থল" বলা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা আরও কয়েকটি " জরুরি/অস্থায়ী ব্যবস্থা" নেওয়ার জন্য আবেদন করেছে, যার মধ্যে রয়েছে ইসরায়েল যাতে সাংবাদিক এবং তদন্তকারীদের জন্য গাজায় নিরবচ্ছিন্ন প্রবেশের অনুমতি দেয়।
ইসরায়েল গতকাল যুক্তি দিয়েছিল যে হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য রাফাতে তার আক্রমণ চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে।

আইসিজে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে রায় দিবে বলে আশা করা হচ্ছে। তবে এই মামলার চূড়ান্ত রায় ও বিচার কার্যকর করতে কয়েক বছর লেগে যাবে৷

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ