Views Bangladesh Logo

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় আইডিইএ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে আসন্ন ১৩তম জাতীয় সংসদের অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন আইডিইএ-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক লিনা রিকিলা তামাং।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনী সংস্কারের অগ্রগতি সম্পর্কেও জানিয়েছেন সিইসি।

তিনি আরও বলেন, ‘জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাঁসিবাদী শাসকদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। বর্তমান কমিশনের দায়িত্ব হলো, জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনের আয়োজন, যা দেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে পরিচালিত করবে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ