Views Bangladesh Logo

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭ শতাংশ: আইএমএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। যা এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালে আনুমানিক ৬ শতাংশ প্রবৃদ্ধি ছিল।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণ প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেয়া হয়।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্বব্যাংক তার সর্বশেষ বাংলাদেশ উন্নয়ন আপডেট প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে, ব্যক্তিগত খরচের বৃদ্ধি, জ্বালানি ও উপকরণের অভাব, ক্রমবর্ধমান সুদের হার এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে ২০২৪ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেয়ে ৫.৬ শতাংশে নেমে আসবে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, আগামী অর্থবছরে (২০২৪-২০২৫) অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরে (২০২৩-২০২৪) মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৯.৩ শতাংশে। আগামী বছর তা কমে ৬.১ শতাংশে নামতে পারে।

তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব বলছে, গত মার্চে ৯.৮১ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সেই হিসাবে টানা ১৩ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ