Views Bangladesh

Views Bangladesh Logo

আইএমএফ: ঋণের তৃতীয় কিস্তিতে ১১২ কোটি ডলার পাবে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ পর্ষদ।

এ অনুমোদনের ফলে বাংলাদেশ তৃতীয় কিস্তিতে পাবে ১১২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক আশা করছে আগামী দুই দিনের মধ্যে কিস্তির এ অর্থ বাংলাদেশ হাতে পাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের সোমবার (২৪ জুন) এ তথ্য জানান।

তৃতীয় কিস্তির অর্থ হাতে পেলে বাংলাদেশ সব মিলিয়ে তিন কিস্তিতে আইএমএফ-এর কাছ থেকে পাবে প্রায় ২৩১ কোটি ডলার। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ। আর গত ডিসেম্বরে পেয়েছিল দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার।

অর্থনীতির সংকট মোকাবিলায় বাংলাদেশ ২০২২ সালের জুলাইয়ে আইএমএফ-এর কাছে ঋণ চায়। বাংলাদেশের ঋণ আবেদনের ছয় মাস পর সংস্থাটি গত বছরের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলারের ঋণ দেবে বলে সিদ্ধান্ত নেয়। আইএমএফ জানায়, শর্তপূরণ সাপেক্ষে ২০২৬ সাল পর্যন্ত মোট সাত কিস্তিতে ঋণের এ অর্থ দেওয়া হবে।

ঋণ পাওয়ার শর্তগুলোর মধ্যে ছিল ব্যাংকঋণের সুদের হারের সীমা তুলে দেওয়া, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া অর্থাৎ একটিই দাম রাখা, নির্দিষ্ট মাত্রায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে সব সময় সমন্বয় করা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব সংগ্রহের হার বৃদ্ধি, সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ সংগ্রহ কমিয়ে আনা ইত্যাদি।

এরই মধ্যে বাংলাদেশ আইএমএফ-এর বেশ কিছু শর্ত পূরণ করেছে। তার মধ্যে রয়েছে ব্যাংকঋণের সুদহার বাজারভিত্তিক করা। ডলারে বেঁধে দেওয়া দাম তুলে নিয়ে ক্রলিং পেগ ব্যবস্থা চালু, সময়ে সময়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ইত্যাদি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ