পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান-বুশরাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ৮ মামলা
বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়ার একদিন পরে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রীসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ৮টি নতুন মামলা করা হয়েছে। এক প্রতিবদেনে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নূন, নিলোর, তার্নল এবং বানিগালা থানায় এসব মামলা দায়ের করা হয়। বাদি হয়ে মামলাগুলো করে ইসলামাবাদ পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার (২৮ নভেম্বর) ভোরে পিটিআইয়ের শীর্ষ পর্যায় থেকে কারাবন্দি ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ডাকা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ওইদিনই মন্ত্রিসভার এক বৈঠকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ‘কঠিন সিদ্ধান্ত’ নেয়ার ইঙ্গিত দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশকে উসকানির রাজনীতির কবল থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়।
তিনি আরও বলেন, “আমরা পাকিস্তানকে রক্ষা করব, না কি এ ধরনের উসকানিমূলক রাজনীতিকে প্রশ্রয় দেবো— সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
তার এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে দায়ের করা হয় নতুন এই আট মামলা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এসব মামলায় কারাবন্দি নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি ছাড়াও যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন-খাইবার পাখতুনখোয়ার প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর, আসাদ কায়সার, ওমর আইয়ুব, সালমান আকরাম রাজা, শেখ ওয়াকাস আকরাম।
অভিযুক্তদের বিরুদ্ধে ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ চলাকালে পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে