Views Bangladesh

Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে রাজধানী ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ভোর ৬টা থেকে টানা বৃষ্টিতে উত্তরার বিমানবন্দর থেকে শুরু করে কাকলী, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, রামপুরা, বাড্ডা, শ্যামলী, মানিক মিয়া এভিনিউ, মৌচাকসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ওইসব এলাকার রাস্তাঘাট ও ফুটপাত পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা।

গাবতলী থেকে মিরপুর মাজার রোডসহ কয়েকটি এলাকায় হাঁটু সমান পানি হয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় স্কুল ও অফিসগামীদের।

এছাড়া বৈরী আবহাওয়ার কারণে এদিন দিনমজুরদের মতো কর্মহীন হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষেরা।

অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সালেহ মোহাম্মদ রায়হান জানান, জলাবদ্ধতার কারণে যানবাহন সড়কে ধীর গতিতে চলাচল করলেও শহরের সার্বিক ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ