Views Bangladesh Logo

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি স্বীকার করেছে ভারত: পররাষ্ট্র মুখপাত্র

ররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য পাঠানো চিঠি ভারত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রফিকুল আলম বলেন, ‘ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানো সম্পর্কিত চিঠি স্বীকার করেছে। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।’

হিন্দুস্তান টাইমস-এর খবরে জানা গেছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এ বিষয়ে মুখপাত্র বলেন, ‘যখন কারও পাসপোর্ট বাতিল করা হয়, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোকে জানায়। পাসপোর্ট বাতিল হলে ভিসার কোনো বিষয় থাকে না।’

জুলাইয়ের আন্দোলনে আহতদের বিষয়ে তিনি বলেন, ‘আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা নিশ্চিত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।’

রোহিঙ্গা সমস্যার বিষয়ে রফিকুল আলম বলেন, "সম্প্রতি ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তবে কিছু ক্ষেত্রে মানবিক দিকটিও বিবেচনা করতে হয়।"

মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, "মোজাম্বিকের অস্থিতিশীল পরিস্থিতির কারণে যারা দেশে ফিরতে চান, তাদের সহায়তায় প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ