ভারত অলআউট ১৫০ রানে
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে চা বিরতির আগেই মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গেছে ভারত।
অস্ট্রেলিয়ার বোলিং তোপে ধ্বসে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ । চাপের মধ্যে পড়ে দ্রুত উইকেট হারায় তারা। শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাট কামিন্সের বলে উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নীতিশ রেড্ডি। অভিষিক্ত রেড্ডির করা ৪১ রানই ভারতের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে ঋষভ পন্তের ব্যাট থেকে। ভারতের দেড় শ রানের ইনিংসে সবচেয়ে বড় জুটিটাও (৪৮) গড়েছেন এ দুজনই।
শুরু থেকেই বিপর্যয়ে পড়েছিল ভারত। দলীয় ৭৩ রানে ৬ উইকেট হারায় ফেলে তারা। যশস্বী জয়সওয়াল এবং দেবদত্ত পাডিক্কল ইনিংসের প্রথম ঘণ্টার মধ্যেই আউট হয়ে যান। বিরাট কোহলি (৫) এবং লোকেশ রাহুল (২৬) দ্রুত বিদায় নেওয়ার পর ভারতের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।
মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড ভারতীয় ব্যাটসম্যানদের বিপর্যস্ত করে দেন, প্রত্যেকে দুটি উইকেট নিয়ে ভারতকে ৫১/৪ এ নিয়ে যান লাঞ্চ বিরতির আগে। হ্যাজেলউড তার অসাধারণ ফর্ম অব্যাহত রেখে ২৯ রানে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৫০ অলআউট (অভিষেক রেড্ডি ৪১, ঋষভ পন্ত ৩৭; জশ হ্যাজেলউড ৪-২৯, মিচেল স্টার্ক ২-১৪) বনাম অস্ট্রেলিয়া।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে