Views Bangladesh

Views Bangladesh Logo

প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট ভারত, হাসানের ৫ উইকেট

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৩৭ রান যোগ করেই গুটিয়ে গেছে ভারত। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই টেস্টের দ্বিতীয় দিনে একাই ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। বাকি ১ উইকেট নেন হাসান মাহমুদ। এর মধ্য দিয়ে পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে এক ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার।

নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে গুড লেন্থের বাউন্সি বলে তাকে আউট করেন। এরপর নতুন ব্যাটার হিসেবে উইকেটে আশা আকাশ দীপকেও নিজের শিকার বানান এই ডানহাতি পেসার। শান্তকে ক্যাচ দিয়ে ১৭ রানে ফেরেন তিনি।

এর আগে সাকিব আল হাসানের ভুলে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন। তবে হাতে জমাতে পারেননি।

দিনের তৃতীয় উইকেটও গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের ৯১তম ওভারের পঞ্চম বলটি অফ স্টমাপের অনেকটা বাইরে করেছিলেন তিনি। সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অশ্বিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১৩ রান।

ইনিংসের শেষ উইকেট নিয়ে ৫ উইকেট পাওয়ার আশা পূরণ করেন হাসান মাহমুদ। ৯২তম ওভারের দ্বিতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই পেশার। এবার ভারতের মাটিতেও বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ