Views Bangladesh Logo

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগসূত্র রয়েছে।

শনিবার (৩ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন থেকে আর সরাসরি কিংবা ঘুরপথে পাকিস্তান থেকে কোনো পণ্য আমদানি করার অনুমোদন দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।”

ভারতের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে ২০২৪-২৫ অর্থবছরে পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল মোট আমদানির মাত্র ০.০০০১ শতাংশেরও কম।

এমতাবস্থায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “যতদিন না জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে ততদিন পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না।”

বাণিজ্যিক নিষেধাজ্ঞার পাশাপাশি ভারত একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬০ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত করা। এ চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীর পানি পেত। কিন্তু সীমান্ত পেরিয়ে ধারাবাহিকভাবে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ এনে এখন ভারত পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করার হুমকি দিয়েছে।

ভারত পাকিস্তানি নাগরিকদের জারি করা সব ধরনের ভিসাও বাতিল করেছে। ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদেরকে, এমনকি চিকিৎসা ভিসাধারীদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও পাকিস্তানি পতাকাবাহী জাহাজের ভারতীয় বন্দরে প্রবেশ এবং ভারতীয় জাহাজের পাকিস্তানি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটি।

জবাবে ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি, এমনকি ১৯৭২ সালের শিমলা চুক্তি বাতিল করার চিন্তাভাবনা করছে পাকিস্তান। এ ছাড়াও ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটি।

এসবের পাশপাশি ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে তারা ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে এনেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ